সিরিয়ার আলেপ্পো শহর থেকে প্রেসিডেন্ট বাশার আল আসাদ-বিরোধী বিদ্রোহী যোদ্ধা এবং বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার কাজ আর একটু পরেই শুরু হবে। ইতিমধ্যে অনেকগুলো বাসের বহর পূর্ব আলেপ্পোতে ঢুকেছে।
বিবিসি জানায়, হাজার হাজার মানুষ এখন পূর্ব আলেপ্পোতে আটকা পড়ে আছে। প্রচণ্ড ঠাণ্ডায় তারা রাস্তায় শুয়ে আছে। এমনকি খাবার দাবারও খুব একটা নেই। বলা হচ্ছে, ইদলিব নামে আরেকটি শহরে সরকারনিয়ন্ত্রিত এলাকায় লোকজনকে সরিয়ে নেওয়ার বিষয়েই বিদ্রোহীদের আপত্তি। একারণে শুক্রবার থেকেই এই সরিয়ে নেওয়ার কাজ বন্ধ রয়েছে।
তবে এখন বলা হচ্ছে, বিদ্রোহীদের সাথে নতুন করে সমঝোতা হয়েছে এবং খুব শীঘ্রই তাদেরকে সরিয়ে নেওয়ার কাজ আবার শুরু হবে।
বিডি-প্রতিদিন/১৮ ডিসেম্বর, ২০১৬/মাহবুব