আনুষ্ঠানিকভাবে ডোনাল্ড ট্রাম্প এখনও আমেরিকার প্রেসিডেন্ট নন। দেশটির প্রায় ৩২ কোটি জনগণের ৫৩৮ জন প্রতিনিধি বা ইলেক্টোরাল কলেজ প্রেসিডেন্ট নির্বাচন করে থাকেন। সোমবার প্রতিটি রাজ্যে তাদের ইলেক্টররা প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করতে একত্রিত হচ্ছেন। তাদের ভোটের ফলাফলেই ট্রাম্প চূড়ান্তভাবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।
২০১৬ সালের নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে নির্বাচন করেন ডোনাল্ড ট্রাম্প। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ডেমোক্রেট দলের হিলারি ক্লিনটন। পপ্যুলার ভোটে তিনি ২৮ লাখ ভোটে এগিয়ে আছেন। কিন্তু প্রয়োজনীয় ইলেক্টরাল ভোট সংগ্রহ করতে ব্যর্থ হওয়ায় ট্রাম্পই প্রেসিডেন্ট নির্বাচিত হন।
সোমবার ইলেক্টোরাল কলেজের সদস্যরা ট্রাম্পের পক্ষে ভোট দিলে তিনি সরকারিভাবে প্রেসিডেন্ট ঘোষিত হবেন। কিন্তু সাংবিধানিকভাবে ইলেক্টোরাল কলেজের সদস্যরা জনগণের ইচ্ছানুযায়ী ভোট দিতে বাধ্য নন। এসব প্রতিনিধিরা নিজের ইচ্ছেমতো ভোট প্রয়োগ করতে পারবেন। ধারণা করা হচ্ছে, অনেক ইলেক্টোরাল কলেজের সদস্য পরাজিত প্রার্থী হিলারির পক্ষে ভোট দিতে পারেন। সেক্ষেত্রে ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়তে পারে।
বিডি প্রতিদিন/১৯ ডিসেম্বর, ২০১৬/ফারজানা