কিডনি প্রতিস্থাপনের পর দিল্লির অল ইন্ডিয়া ইনন্সিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এইমস) হাসপাতাল থেকে ছাড়া পেলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। সোমবার দুপুরের দিকে এইমস থেকে ছাড়া পান তিনি।
গত ১০ ডিসেম্বর এই হাসপাতালে সফল কিডনি প্রতিস্থাপন হয় সুষমার। এইমস’র কার্ডিও থোরাসিক সেন্টারে টানা পাঁচ ঘন্টা ধরে অস্ত্রোপচার হয় তার। গত সপ্তাহেই মন্ত্রীকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তরিত করা হয়। এরপর বেশ দ্রুত সুস্থ হয়ে ওঠেন তিনি। অস্ত্রোপচারের পর থেকেই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রীকে কোন ব্যক্তি কিডনি দান করেছেন তা সঠিক করে জানা না গেলেও এইমস সূত্রে খবর কোন বন্ধু, আত্মীয়, ইন-ল কিংবা প্রতিবেশী- যারা মন্ত্রীর খুব কাছের তারাই কিডনি দান করেছেন।
উল্লেখ্য, গত বিশ বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এরই মধ্যে কিডনিজনিত সমস্যা নিয়ে গত ৭ নভেম্বর হাসপাতালে ভর্তি হন ভারতের পররাষ্ট্রমন্ত্রী (৬৪)।
হাসপাতালে ভর্তি থাকলেও প্রতিনিয়ত ট্যুইটার, ফেসবুকে সক্রিয় ছিলেন তিনি। যোগাযোগ ছিল দেশ-বিদেশের বিভিন্ন খবরের সঙ্গেও।
বিডি-প্রতিদিন/এস আহমেদ