যাত্রীর শ্লীলতাহানি করার অভিযোগে বুধবার এক উবের ক্যাবের চালককে ভারতের দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ।
এক নারী বুধবার বিকেল ৫টার দিকে দিল্লি বিমানবন্দর থেকে উবেরটি বুক করেন। দেরিতে আসায় ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। তার সঙ্গে চালকের বচসা বাঁধে। পুলিশ জানায়, বচসা হাতাহাতিতে রূপ নেয়। গাড়ি চালানো শুরুর পর চালক অন্য রুট দিয়ে যাওয়ায় ওই নারী প্রতিবাদ করেন। এতে ড্রাইভার রেগে গিয়ে তার হাতের ব্যাগ ছুঁড়ে ফেলে দেয়।
দিল্লি ক্যান্টনমেন্টের কাছে যাত্রীকে গাড়ি থেকে নেমে যেতে বলেন চালক। বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন।
বিডি প্রতিদিন/২২ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা