রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শত্রুদের সতর্ক করে জানালেন, শত্রুদের তুলনায় রাশিয়ার সেনাবাহিনী অনেক বেশি শক্তিশালী। বৃহস্পতিবার মস্কোয় দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি।
পুতিন বলেন, এখন আমরা বলতেই পারি, যে কোন শত্রুর তুলনায় রাশিয়ার সেনাবাহিনীর শক্তি অনেক বেশি। পুরো বিশ্বে যে রকম রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে আমাদের পরিকল্পনা করে দেশের শত্রুদের মোকাবিলা করতে হবে।’ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রশংসা করার পাশাপাশি যেকোন পরিস্থিতির জন্য তাদেরকে সবসময় সাবধান থাকতে বলেছেন পরামর্শ দিয়েছেন তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার/20