এবার আইএস এর নিশানায় এক ছ’বছরের শিশু। তার যদিও তার মাথার দাম কত ধার্য্য করা হয়েছে সেটা সরাসরি এখনও ঘোষণা করেনি এই ইসলামী সন্ত্রাসবাদী সংস্থা। তবে লওবন্দ হামদাবিন নামের সেই শিশুসহ তার অভিভাবকরা আইএস এর হুমকিতে প্রাণভয়ে ইরাক ছেড়ে ইংল্যান্ডে আশ্রয় নিয়েছে।
কয়েকদিন আগে আইএস ঘোষণা দিয়েছিল ইরাকের যে সমস্ত শিশু বিশেষভাবে সক্ষম তাদের মেরে ফেলতে হবে। এরপর ইরাক থেকে পালিয়ে ইংল্যান্ডে রাজনৈতিক আশ্রয় নিয়েছিল হামদাবিনের পরিবার। ইংল্যান্ডে বর্তমানে রয়্যাল স্কুল ফর ডেফ ও ডেরবিতে পড়াশোনা করে হামদাবিন।
এদিকে, এখন থেকেই হামাদামিনের পরিবারকে ইংল্যান্ড ছেড়ে জার্মানি চলে যেতে বলা হয়েছে। আগামী ৯ জানুয়ারি মধ্যেই তাদের ইংল্যান্ড ছাড়তে হবে। এতেই বিপাকে পড়েছে হামদাবিন ও তার অভিভাবকরা।
বিডি-প্রতিদিন/ ২৩ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-১