জার্মানির বার্লিনে ট্রাক হামলার মূল সন্দেহভাজন আনিস আমরিকে ইতালির মিলানে গুলি করে হত্যা করেছে পুলিশ। ইতালির সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, শুক্রবার রাত তিনটায় আনিস আমরি পুলিশের গুলিতে নিহত হন।
মিলানের রাস্তায় রুটিন ট্রাফিক চেকআপের সময় আনিসকে পরিচয়পত্র দেখাতে বলেন দায়িত্বরত পুলিশ। এরপরপরই আনিস গুলি ছুঁড়েন। ওই সময় উপস্থিত অপর এক পুলিশ গুলি ছুঁড়লে আনিস মারা যান।
বার্লিন হামলার পর আনিস আমরিকে ধরিয়ে দিতে এক লাখ ইউরো পুরস্কার ঘোষণা করেছিল জার্মান প্রশাসন। গত সোমবার বার্লিনের একটি জনাকীর্ণ বাজারে এলোপাতাড়ি ট্রাক চালিয়ে ১২ জনকে হত্যা করা হয়। ওই সময় গুরুতর আহত হন আরও ৪৮ জন। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএস ওই হামলার দায় স্বীকার করে।
বিডি প্রতিদিন/২৩ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা
বিডি প্রতিদিন/২৩ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা