সিরিয়ার উত্তরাঞ্চলে ইসলামিক স্টেট গ্রুপের একটি ঘাঁটিতে তুরস্কের ২৪ ঘণ্টার বিমান হামলায় কমপক্ষে ৮৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে এএফপিকে আজ জানিয়েছেন মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ গ্রুপের প্রধান রামি আবদেল রাহমান। সংবাদ সূত্রে আরো জানা যায়, গতকাল বৃহস্পতিবার আল-বাবে ব্যাপক বিমান হামলায় ২১ শিশুসহ ৭২ জন বেসামরিক নাগরিক নিহত হয়। সেখানে শুক্রবারও বিমান হামলা অব্যাহত থাকায় তিন শিশুসহ আরো ১৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়।
বৃহস্পতিবার আইএস প্রকাশিত এক ভিডিও ফুটেজে দেখা যায়, তাদের হাতে বন্দি তুরস্কের দুই সৈন্যকে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে। জিহাদি গ্রুপের সাথে যুদ্ধে নিহত তুরস্কের ১৬ সৈন্যের দাঁত ভাঙ্গা জবাব দেয়ার আঙ্কারার অঙ্গীকারের পর আইএস এ ভিডিও ফুটেজ প্রকাশ করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার