নাইজেরিয়ায় ২০১৪ সালে অপহৃত ২০ চিবুক বালিকাকে ফেরত দিল জঙ্গি গোষ্ঠী বোকোহারাম। বড়দিনের আগে পরিবারের কাছে ওই বালিকাদের ফেরত দেয় তারা। সুইজারল্যান্ড ও রেড ক্রসের সঙ্গে এই জঙ্গি গোষ্ঠী একটি সমঝোতা করলে ওই বালিকাদের মুক্তি দেয়া হয়। কিন্তু এখনো নিখোঁজ আছে ১৯৭ জন বালিকা।
জানা যায়, নাইজেরিয়ায় অধিকাংশ চিবুক বালিকা খ্রিস্টান ধর্মাবলম্বি। জঙ্গি গোষ্ঠী বোকো হারামের কাছ থেকে মুক্তি পাওয়া বালিকা আসবা গনি (২২) সংবাদমাধ্যকে জানান, আমার ফিরে আসা ছিল অলৌকিক ঘটনা! যেহেতু আমি কখনো ভাবিনি ফিরে আসতে পারব। ফিরে আসার আশাও হারিয়ে ছিলাম আমি।
বিডি প্রতিদিন/এ মজুমদার