৯২ আরোহী নিয়ে রবিবার রাশিয়ার একটি সামরিক বিমান কৃষ্ণ সাগরে বিধ্বস্ত হওয়ার পর সোমবার জাতীয় শোক দিবস ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
পুতিন রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ‘সোমবার রাশিয়া জাতীয় শোক দিবস পালন করবে।’
এর আগে রবিবার রাশিয়ার টুপোলেভ-১৫৪ নামের একটি সামরিক বিমান কৃষ্ণসাগরে বিধ্বস্ত হয়ে ৯২ আরোহীর সবার মৃত্যু হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রাশিয়ার বার্তা সংস্থা তাস।
বিডি প্রতিদিন/২৬ ডিসেম্বর ২০১৬/এনায়েত করিম