‘দেশে লোক মরছে, আর উনি কিনা জন্মদিনের শুভেচ্ছা জানাতে ব্যস্ত!’ পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে জন্মদিনের শুভেচ্ছা জানানোয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টুইটারে খোঁচা রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রধান লালুপ্রসাদ লালু প্রসাদ যাদবের। খবর আজকালের।
বিহার রাজ্যের সাবেক এই মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘নোট বাতিল নিয়ে অব্যবস্থার জেরে ১০৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারের লোকজনকে সমবেদনা জানাতে অন্তত গোটা কয়েক শব্দ খরচ করতে পারতেন!’
উল্লেখ্য, রবিবার নওয়াজ শরীফের ৬৭তম জন্মদিনে টুইটারে তার দীর্ঘায়ু কামনা করেছিলেন মোদি। সামনা সামনি শুভেচ্ছা জানাতে, গত বছর অবশ্য ইসলামাবাদ রওনা দিয়েছিলেন তিনি। তার জন্যও কম সমালোচনার মুখে পড়তে হয়নি তাকে।
বিডি-প্রতিদিন/২৬ ডিসেম্বর, ২০১৬/মাহবুব