নিউ ইয়র্কের ম্যানহাটনের ২০ কিলোমিটার উত্তর-পূর্বে ওয়েস্টচেস্টার কাউন্টির ম্যানসন ক্লাবে বড়দিনের পার্টি শেষে গোলাগুলিতে ক্লাবটির মালিকসহ দুইজন নিহত হয়েছেন। রবিবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। ঘটনায় জড়িত সন্দেহে ৩৬ বছর বয়সী এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই ব্যক্তি হত্যাচেষ্টার একটি মামলায় জামিনে ছিলেন।
দেশটির পুলিশ কর্মকর্তা ক্যাপ্টেন এডওয়ার্ড আদিনারো জানিয়েছেন, ম্যানসন ক্লাব বড়দিনের পার্টিটির আয়োজন করেছিল। এর নিহত মালিকের নাম ও’নিয়েল বান্দু। হতাহতদের ম্যানসন ক্লাবের লবিতে ও সামনের রাস্তায় পাওয়া যায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার