উগান্ডায় উপকূল থেকে মাত্র ১০০ মিটার দূরুত্বে ফুটবলার ও সমর্থকদের বহনকারী নৌকাডুবিতে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত নয়জনের লাশ ও ১৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
লেক আলবার্টে এ নৌকাডুবির ঘটনা ঘটে। ধারণক্ষমতার বেশি মানুষ বহন করায় নৌকাটি ভারসাম্য রাখতে না পেরে ডুবে যায়। বুলিশা জেলার ওই ফুটবল দলটি বড়দিন উপলক্ষ্যে হোইমা জেলায় একটি ফুটবল ম্যাচ খেলার জন্য যাচ্ছিল।
বিডি প্রতিদিন/২৭ ডিসেম্বর, ২০১৬/ফারজানা