ডেটিং সাইট ‘টিন্ডার’ এ আলাপ হওয়া বান্ধবী যৌনতায় অনুমতি দেয়নি৷ তাই বান্ধবীকে নৃশংসভাবে হত্যা করল যুবক৷ পরবর্তীতে সেই বান্ধবীর দেহ গায়েব করতে গিয়ে তার শরীরে অ্যাসিড ঢেলে দিল সেই যুবক৷ মেক্সিকোর এই ঘটনা প্রকাশ্যে আসতে সোশ্যাল মিডিয়ার বন্ধুদের নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে৷
পুলিশ সূত্রে জানা গেছে, ২৬ বছর বয়সী ইমানুয়েল ডেলানি বেশ কয়েকদিন ধরেই ফ্রান্সিস রুথ ইবারার সঙ্গে ডেট করছিলেন৷ তাঁরা পরস্পরের সঙ্গে বেশ কয়েকবার দেখাও করেন৷ কিন্তু আচমকাই কয়েকদিন আগে গায়েব হয়ে যান ইবারা৷ এরপর ডেলানির বাড়িতে তল্লাশি চালানো হলে, তার বাড়ির আবর্জনার বাক্স থেকে বিকৃত পচাগলা দেহ এবং হাড় উদ্ধার করে পুলিশ৷ সেই হাড়ের পরীক্ষা করেই জানতে পারা গিয়েছে সেটি আসলে ফ্রান্সিসের৷
প্রসঙ্গত, গত তিন ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন ফ্রান্সিস৷ তার পরিচিতরা জানান, গত কয়েকদিন ধরেই ডেলানির সঙ্গে ঘোরাফেরা করছিলেন তিনি৷ শুধু তাই নয়, শেষবার ও তাকে যখন দেখা গিয়েছিল, তিনি ডেলানির সঙ্গে ছিলেন বলেই জানিয়েছেন নিহতের পরিচিতরা৷
বিডি-প্রতিদিন/ ২৮ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-৫