আফগানিস্তানে এক নারী পুরুষ সঙ্গী ছাড়া রাস্তায় বের হওয়ার অপরাধে তার (নারীর) শিরশ্ছেদ করলো তালেবানরা। দেশটির তালিবান শাসিত সর-ই-পুল প্রদেশের লাত্তি গ্রামে ওই নৃশংস ঘটনাটি ঘটেছে বলে সংবাদ সূত্রে জানা যায়। এই নির্মম ঘটনার পর দেশটিতে নারীদের অসহায়ত্বের চিত্র ফের বিশ্ববাসীর সামনে ফুটে উঠল।
জানা যায়, ৩০ বছর বয়সী ওই নারী জিনিসপত্র কেনাকাটার জন্য একা একা শহরে বাজার করতে বেরিয়েছিলেন। ঘটনার সময় তাঁর স্বামী ইরানে ছিলেন। আফগানিস্তানে ১৫ বছরের তালিবান শাসনে নারীদের দুর্দশা বেড়েছে। ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত এই পনেরো বছরে তালিবান শাসনকালেই নারীদের উপর একের পর এক নিষেধাজ্ঞা জারি হয়েছে। পাশাপাশি, ঘরোয়া হিংসা, সম্মান রক্ষার্থে খুন থেকে শুরু করে বার বার সশস্ত্র আক্রমণের শিকার হয়েছেন সে দেশের নারীরা। কোন পুরুষ নিকটাত্মীয় ছাড়া নারীদের একা বাইরে বেরনোয় ফতোয়া জারি করেছেন আফগানিস্তানের তালিবান নেতারা।
সম্প্রতি এ ঘটনার পর দেশটির প্রাদেশিক গভর্নরের মুখপাত্র জাবিউল্লা আরমানি জানান, স্বামী ছাড়া রাস্তায় একা বেরনোর জন্যই ওই নারীকে আক্রমণ করা হয়েছে। যদিও ঘটনার দায় অস্বাকীর করে আসছে তালিবান নেতারা।
বিডি প্রতিদিন/এ মজুমদার