ঐতিহ্যবাহী নববর্ষকে ঘিরে চীনে সাজসজ্জা শুরু হয়ে গেছে। সেজে উঠছে বিপনীবিতানগুলো। কিন্তু শানজি প্রদেশের তাইয়ুয়ানের একটি বিপণীবিতান দর্শণার্থী ও ক্রেতাদের বেশি নজর কেড়েছে। কারণ সেটির সামনে স্থাপন করা হয়েছে বেশ বড়সড় মোরগের একটি ভাস্কর্য।
মোরগটির ছবি সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ায় সেটি দেখতেই অনেক মানুষ জমায়েত হচ্ছেন সেই বিপনীবিতানের সামনে। এক নজর দেখার পাশাপাশি মোরগটির সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলছেন, ভিডিও করছেন। সেগুলো আবার ছড়িয়ে দিচ্ছেন অনলাইনে। তাই রাতারাতি ভাস্কর্যটি সেলিব্রেটির মর্যাদা পেয়ে গেছে।
মোরগটি নিয়ে এত মাতামাতির কারণ মোরগটি তৈরি করা হয়েছে আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদলে। ট্রাম্পের মুখভঙ্গি, হাত নাড়ানো সবই ফুটিয়ে তোলা হয়েছে মোরগ আদলের সেই ভাস্কর্যে।
বিডি প্রতিদিন/৩০ ডিসেম্বর, ২০১৬/ফারজানা