খোলা পার্কের মধ্যেই প্রকাশ্যে ঘনিষ্ঠ হতো তারা। প্রত্যেকদিনই এই কাজ করতো তারা। কিন্তু এভাবে প্রকাশ্যে যৌনতা দেখে অতিষ্ঠ হয়ে যুগলের যৌনতা ক্যামেরাবন্দি করে ইউটিউবে ছেড়ে দিলেন এক ব্যক্তি। বিষয়টি বুঝতে এবার তাহলে খোলাসা করেই বলা যাক।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা কমোয়েট মাইটিরাম। তার বাড়ির সামনের পার্কে কার্যত প্রত্যেকদিনই প্রেমিক যুগলরা প্রকাশ্যেই যৌনতায় লিপ্ত হতো। এই অভিযোগ বারবার করেও নাকি কোনও কাজ হয়নি। এরপরেই ধৈর্যের বাঁধ ভাঙে তাঁর। এরপরেই ফন্দি আঁটেন মাইটিরাম। পার্কের সামনের একটি খুঁটিতে সিসিটিভি ক্যামেরা বসিয়ে দেন তিনি।
এরপর প্রেমিক যুগলরা যখনই ঘনিষ্ঠ হতো তখনই তা ধরা পড়ে যেত সিসিটিভি ক্যামেরায়। আর তা পরে ইউটিউবে আপলোড করে দেন তিনি। এটাই নাকি নির্লজ্জদের মোক্ষম শাস্তি, এমটাই দাবি মাইটিরামের।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর