ক্ষমতাধর দেশগুলোর পারমাণবিক ক্ষেপণাস্ত্রের মহড়ায় আতঙ্কিত পুরো বিশ্ব। আর এমন পরিস্থিতিতে ইউরোপীয় দেশগুলোতে মোতায়েন পরমাণু অস্ত্র সরিয়ে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ ও বিস্তার রোধ বিষয়ক দফতরের এক কর্মকর্তা একথা জানিয়েছেন।
সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়া তার সব পরমাণু অস্ত্র নিজ ভূখণ্ডে ফিরিয়ে নিয়েছে বলে উল্লেখ করেন তিনি। উলিয়ানোভ বলেন, যুক্তরাষ্ট্রেরও উচিত ছিল বহু আগেই তার পরমাণু অস্ত্রগুলোকে নিজ ভূখণ্ডে ফিরিয়ে নেওয়া।
এসময় রাশিয়ার এই কূটনীতিক আরও বলেন, মার্কিন সরকার ইউরোপের বিভিন্ন দেশে পরমাণু অস্ত্র মোতায়েন করে রেখে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে। এ ছাড়া, যুক্তরাষ্ট্র এসব দেশে আরও পরমাণু অস্ত্র পাঠানোর পরিকল্পনা করছে বলেও অভিযোগ করেন উলিয়ানোভ।
তিনি এর আগে এক বক্তৃতায় অভিযোগ করেছিলেন, মার্কিন সরকার তার ন্যাটো জোটের মিত্র দেশগুলোতে পরমাণু অস্ত্র মোতায়েন রেখে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি লঙ্ঘন করে যাচ্ছে। ইতালি ও তুরস্কসহ ন্যাটো জোটের আরও কিছু দেশে যুক্তরাষ্ট্রের প্রায় ২০০ পরমাণু অস্ত্র মোতায়েন রয়েছে।
বিডি প্রতিদিন/২১ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ