ভারতের উত্তরখণ্ডের জসপুরের একটি পরিত্যক্ত সাবস্টেশন থেকে ডাইনোসরের মতো দেখতে মৃত একটি প্রাণীর সন্ধান পাওয়া গেছে। যার হাড়গোড়ে এখনও মাংস বিদ্যমান। প্রসঙ্গত, এই বৈদ্যুতিক সাবস্টেশনটি ৩৫ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
জানা গেছে, ২৮ সেন্টিমিটার লম্বা মৃত প্রাণীটি দেখতে অবিকল ছোট আকারের ডাইনোসরের মতো। বিজ্ঞানীদের মতে, এ ধরনের ডাইনোসর ৬৫ মিলিয়ন বছর আগেই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। তবে নমুনাটি নিয়ে উত্তরখণ্ডের বন সংরক্ষক ড. পরাগ মধুকর এখনও কোনো সিদ্ধান্তে উপনীত হতে নারাজ।
এক বিবৃতিতে তিনি বলেন, এ প্রাণীটি ডাইনোসর কিনা তা জানতে আমাদের অপেক্ষা করতে হবে। এদিকে, স্থানীয় সংবাদমাধ্যমে ভারতের জীবাশ্মবিদ্যার অধ্যাপক ড. আরায়ান কুমার বলেন, এটি অসম্ভব। প্রাগৈতিহাসিক প্রাণীর এমন মাংসসংবলিত নমুনা এভাবে সংরক্ষিত থাকা অসম্ভব।
বিশ্লেষণের জন্য নমুনাটিকে কুমাউন বিশ্ববিদ্যালয়ে ডিএনএ ও বয়স নির্ধারণে কার্বন পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে।
সূত্র: ডেইলি মেইল
বিডি প্রতিদিন/২১ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ