ভারতে আগাম তথ্যের ভিত্তিতে বিএসএফ ও ত্রিপুরা পুলিশ বাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা জব্দ করা হয়েছে।
বুধবার রাজ্যের সিপাহীজলা জেলার বিশালগড় মহকুমার রামছড়া গ্রামের প্রফুল্ল অধিকারীর (৩৮) বাড়িতে যৌথ বাহিনী এ অভিযান চালায়। এসময় ড্রামের মধ্যে রাখা ৪শ' ৯৪ কেজি গাঁজা জব্দ করা হয়। আটক করা হয় প্রফুল্ল অধিকারীকে।
জব্দকৃত গাঁজার মূল্য প্রায় ২৫ লাখ রুপি বলে বিএসএফ'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অভিযানে বিএসএফ কর্মকর্তাদের পাশাপাশি বিশালগড় মহকুমা পুলিশ কর্মকর্তাসহ বিশালগড় থানা পুলিশ উপস্থিত ছিলেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিডি প্রতিদিন/২১ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ