মিশরের ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট আইএস। বুধবার দেশটির উত্তর সিনাই উপত্যকার নিকটবর্তী একটি সামরিক বিমানবন্দরে এ হামলার ঘটনা ঘটে। এতে একজন সামরিক কর্মকর্তা নিহত ও দুইজন আহত হন।
আইএসের মুখপত্র আমাক নিউজ এজেন্সির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আইএস সিনাইয়ে একটি করনেট এন্টি ট্যাংক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তাদের লক্ষ্য ছিলো সফররত স্বরাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী।
তবে মন্ত্রীরা সুরক্ষিত আছেন। দেশটির স্বরাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীর পরিদর্শনের সময় এ হামলা চালানো হয়। এতে একটি সামরিক হেলিকপ্টারের ব্যাপক ক্ষতি হয়েছে। বিমানবন্দরে ধোঁয়া দেখে সেনা কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে সেখানে ছুটে গিয়ে ক্ষতিগ্রস্ত এলাকাটি ঘিরে ফেলে।
বিডিপ্রতিদিন/ ২১ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান