আন্তর্জাতিক মহলে আতঙ্ক ছড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করছে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। সেই সাথে চলছে ভয়ংকর সব মহড়া আর যুদ্ধ পাল্টাপাল্টি হুমকি। আর এবার তারই জের ধরে নরওয়েতে যুক্তরাষ্ট্রের এক সামরিক ঘাঁটি পরিদর্শনে গিয়ে নিজের বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বললেন মার্কিন জেনারেল রবার্ট নেলার।
জানা গেছে, নরওয়ের রাজধানী অসলোর উত্তরে অবস্থিত ট্রন্ডহেইমে মার্কিন মেরিন কোরের ৩শ’ জনের একটি দলের ঘাঁটি রয়েছে। মার্কিন বাহিনীর ইউরোপিয়ান কম্যান্ডকে এবং ন্যাটো বাহিনীকে সহায়তা করতেই মার্কিন মেরিন কোর অবস্থান করছে ওই অঞ্চলে। সেই সামরিক ঘাঁটিই পরিদর্শনে গিয়েছিলেন আমেরিকার জয়েন্ট চিফস অব স্টাফ এর (মার্কিন বাহিনীর শীর্ষ নীতি নির্ধারক সংস্থা) সদস্য জেনারেল নেলার। সেখানেই তিনি যুদ্ধের সতর্কবার্তা দিয়েছেন।
এসময় নেলার বলেছেন, ‘আমি আশা করব আমার কথা ভুল প্রমাণিত হবে। কিন্তু একটা যুদ্ধ আসছে।’ যেকোনো মুহূর্তে যুদ্ধকালীন পরিস্থিতির মুখোমুখি দাঁড়াতে হতে পারে, একথা মাথায় রেখে বাহিনী যেন নিজেকে প্রস্তুত রাখে- এমনই বার্তা দিয়েছেন জেনারেল নেলার।
রাশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল হয়ে উঠতে পারে পরবর্তী সংঘাতের কেন্দ্রবিন্দু, এমন ভবিষ্যদ্বাণীও করেছেন মার্কিন সামরিক কর্তা।
সূত্র: মিলিটারি ডট কম
বিডি প্রতিদিন/২৫ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ