আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এবারও পৃথিবীর মতোই নাচ, গান ও বাদ্য বাজিয়ে আর কেক কেটে পালিত হচ্ছে বড়দিনের উৎসব ক্রিসমাস। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানায়, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এ মুহূর্তে ‘এক্সপেডিশন-৫৪’ এর মহাকাশচারীরা অবস্থান করছেন। তিন মাস ধরে সেখানে একটি প্রজেক্ট নিয়ে তারা ব্যস্ত আছেন। তাই মহাকাশ স্টেশনেই বিজ্ঞানীরা ক্রিসমাস ডে পালন করছেন। তাদের এ উৎসব চলবে ১ জানুয়ারি পর্যন্ত।
এর আগেও আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ক্রিসমাস পালিত হয়েছে।
বিডি প্রতিদিন/২৫ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম