রাষ্ট্রদূতকে বহিস্কারের সিদ্ধান্তে বদলা নিল ব্রাজিল। এবার তারাও ভেনেজুয়েলার ঊর্ধ্বতন কূটনৈতিককে বহিস্কারের ঘোষণা দিয়েছে।
এর আগে কারাকাসে ব্রাজিলের রাষ্ট্রদূত রাই পেরেইরাকে বহিস্কারের সিদ্ধান্ত নেয় মাদুরোর নেতৃত্বাধীন ভেনেজুয়েলা সরকার। এর কারণ হিসেবে দেশটি জানায়, ব্রাজিল বামপন্থী প্রেসিডেন্ট দিলমা রৌসেফকে অভিসংশনের জন্য অন্যায়ের আশ্রয় নিয়েছে।
শনিবার ভেনেজুয়েলা কানাডার কূটনৈতিক চার্জ ডি'অ্যাফেয়ার্সকেও বহিস্কার করে। ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ আনা হয়েছে ওই কর্মকর্তার বিরুদ্ধে। ওই সিদ্ধান্তের প্রতিবাদে কানাডাও অটোয়ায় নিযুক্ত ভেনেজুয়েলার রাষ্ট্রদূত উইলমার ব্যারিনটোস ও চার্জ ডি'অ্যাফেয়ার্স অ্যাঞ্জেল হেরেরাকে বহিষ্কার করে। সূত্র : বিবিসি
বিডি প্রতিদিন/২৭ ডিসেম্বর, ২০১৭/ফারজানা