জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করা নিয়ে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়লের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে। এমনকি পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে ঘোষণা দিয়েছে মুসলিম বিশ্ব। এমন পরিস্থিতিতে ইসরায়েলের তেল আবিব শহরে একটি কনসার্ট হওয়ার কথা ছিল আগামী জুন মাসে। কিন্তু ছয় মাস আগেই সেটা বাতিল করলেন নিউজিল্যান্ডের জনপ্রিয় পপশিল্পী লর্ড।
আর কনসার্ট বাতিলের কারণ হিসেবে তিনি জানান, ‘ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারির বিরুদ্ধে আমাকে অনেকে অনেক মেসেজ পাঠিয়েছেন। সেসবে তাঁদের চিন্তা-ভাবনা প্রতিফলিত হয়েছে। এসব দেখে মনে হয়েছে, এই কনসার্ট বাতিল করাটাই আমাদের জন্য সঠিক সিদ্ধান্ত হবে। ’
জানা গেছে, ৫ জুন তেল আবিব কনভেনশন সেন্টারে কনসার্টটি হওয়ার কথা ছিল। কিন্তু বিভিন্ন সংগঠন লর্ডের কাছে আবেদন করে এই কনসার্ট বাতিল করার জন্য।
যুক্তি হিসেবে তারা বলে, সেই ১৯৬৭ সাল থেকে ফিলিস্তিনের পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা এলাকা সামরিকভাবে দখল করে রেখেছে ইসরায়েল। আজ লাখ লাখ মানুষ ইসরায়েলি সরকারের নিপীড়ন, জাতিগত নিধন, মানবাধিকার লঙ্ঘনের বিরোধিতা করছে। এই সংগ্রামের অংশ হিসেবে অর্থনৈতিক, বুদ্ধিবৃত্তিক এবং শিল্প-সংস্কৃতিগতভাবে ইসরায়েলকে বয়কট করা উচিত। আর এভাবেই ইসরায়েলের এসব অপরাধের বিরুদ্ধে কার্যকর উপায়ে প্রতিবাদ করা সম্ভব। আর তাদের সঙ্গে একমত পোষণ করেই কনসার্ট বাতিল করলেন নিউজিল্যান্ডের এই সংগীতশিল্পী।
বিডিপ্রতিদিন/ ২৭ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান