ভারতের দক্ষিণাঞ্চলে একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ছয় শিশু মৃত্যু হয়েছে বলে বুধবার জানিয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে কেরালা রাজ্যের রাজধানী থিরুভানানথাপুরাম থেকে প্রায় ৩৫৯ কিলোমিটার উত্তরে অবস্থিত মালাপ্পুরাম জেলার পোন্নানি কোলেতে এই দুর্ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
মালাপ্পুরামের এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় ৯ আরোহীসহ একটি নৌকা ডুবে যায়। এতে ছয় শিশু পানিতে ডুবে মারা গেছে। নৌকার মালিকসহ তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তবে মালিকের অবস্থা আশঙ্কাজনক।’
শিশুরা ছুটিতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল বলেও জানান তিনি।
পুলিশ জানায়, নিহত শিশুদের চারজন মেয়ে ও দুইজন ছেলে। তাদের বয়স চার থেকে ১৮ বছরের মধ্যে। স্থানীয় সরকারের কর্মকর্তারা এই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।
বিডি প্রতিদিন/২৭ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম