নাম উল্লেখ না করে ভারতকে 'তৃতীয় পক্ষ' বলে কটাক্ষ করলেন চীনের বিদেশ মন্ত্রালয়ের মুখপাত্র হুয়া চুনিং। চীন, পাকিস্তান এবং আফগানিস্তানকে নিয়ে বেজিংয়ে অনুষ্ঠিত বুধবারের ত্রিপাক্ষিক বৈঠক থেকেই এই কটাক্ষ ধেয়ে এসেছে।
জানা গেছে, সেই বৈঠকে চিন পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপেক)কে আফগানিস্তান পর্যন্ত সম্প্রসারিত করতে চুক্তিবদ্ধ হয় এই তিন দেশ। পাকিস্তান এবং আফগানিস্তান এই দুই প্রতিবেশী দেশ এবারই প্রথম একসঙ্গে কোনও বৈঠকে বসল।
সাংবাদিক বৈঠকে সিপেক ইস্যুতে ভারতের প্রসঙ্গ তোলা হলে চীনা বিদেশমন্ত্রালয়ের মুখপাত্র বলেন, সিপেক প্রকল্প তৃতীয় কোনও দেশের (ভারত) বাধা সৃষ্টি করছে না। উপরন্তু পাক অধিকৃত কাশ্মীরের উপর দিয়ে সড়ক তৈরি হলে লাভবান হবে ভারতই। তাই, এই প্রকল্পে বাধা সৃষ্টি করাটা সমীচীন হবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দেয় চিন।
এদিন বৈঠকে উপস্থিত ছিলেন চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই। পাকিস্তান এবং আফগানিস্তানের বিদেশমন্ত্রী যথাক্রমে খাওজা আসিফ এবং সালাউদ্দিন রাব্বানি এই বৈঠকে অংশগ্রহণ করেন। সিপেক-কে আফগানিস্তান পর্যন্ত সম্প্রসারিত করার চুক্তিতে সম্মতি জানিয়েছে তিন দেশই।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর