যুক্তরাষ্ট্রের ইলিনয়েস প্রদেশের ডলোটনে একটি গ্যাস স্টেশনে ডাকাতদের গুলিতে এক ভারতীয় ছাত্র নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১১টা এই ঘটনা ঘটে।
নিহত আর্শাদ ভাহোরার (১৯) বাড়ি ভারতের গুজরাতের নাদিয়াদে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ডলোটনের একটি গ্যাস স্টেশনে হানা দেয় ডাকাতদল। এসময় ওই স্টেশনে কর্মরত আর্শাদ ও তার আত্মীয়কে গুলি করে পালিয়ে যায় ডাকাতরা। এই ঘটনার ভিডিও ফুটেজের খোজ করছেন তদন্তকারীরা।
ডাকাতদের এখনও পর্যন্ত চিহ্নিত বা গ্রেফতার করা যায়নি। তাদের বিষয়ে কোনও তথ্য দিলে ১২,০০০ মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করেছে প্রশাসন।
বিডি প্রতিদিন/৩০ ডিসেম্বর ২০১৭/আরাফাত