৩৭ বছর ক্ষমতায় থাকার পর সেনাবাহিনীর চাপে গত ২১ নভেম্বর ক্ষমতা ছাড়েন রবার্ট মুগাবে। রাজত্ব ছাড়লেও রাজার হালেই থাকবেন তিনি। জিম্বাবুয়ের নতুন সরকারই তার সব বন্দোবস্ত করে দিচ্ছে। সাবেক প্রেসিডেন্টের জন্য এমারসন নানগাগওয়া নেতৃত্বাধীন সরকার বুধবার প্যাকেজ ঘোষণা করেছে। জিম্বাবুয়ের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের উদ্ধৃতি দিয়ে গার্ডিয়ান এ খবর প্রকাশ করেছে।
ওই প্যাকেজের আওতায় মুগাবে পাবেন একটি আবাসিক ভবন, একটি গাড়িবহর ও ব্যক্তিগত এয়ার ট্রাভেল। এ ছাড়া তার জন্য থাকবে ছয় দেহরক্ষীসহ ২০ জন কর্মী। সব ব্যয় সরকার বহন করবে। মুগাবে তিনটি গাড়ি পাচ্ছেন। এর মধ্যে একটি এস৫০০ সিরিজের মার্সিডিজ বেনজ, একটি সেদান মডেলের গাড়ি ও একটি পিকআপ ভ্যান। এগুলো প্রতি পাঁচ বছরে একবার করে পরিবর্তন করা হবে। গাড়ির জ্বালানিও সরবরাহ করবে সরকার। মুগাবে ও তার স্ত্রী গ্রেস কূটনৈতিক পাসপোর্টধারী হবেন।
এ দম্পতি ফার্স্ট ক্লাস বিমান ও ট্রেনে জিম্বাবুয়ের মধ্যে এবং বিদেশে ব্যক্তিগত বিমানে করে চারবার ভ্রমণ করতে পারবেন। এ ছাড়া রাজধানী হারারের যেকোনো জায়গায় আবাসিক বাড়ি ও তার আনুষঙ্গিক খরচ তিনি পাবেন। সাবেক প্রেসিডেন্ট, তাদের স্ত্রী ও পরিবারের জন্য হেলথ ইন্স্যুরেন্সও অন্তর্ভুক্ত থাকবে।
অবসর নেয়ায় গত মাসে বোনাস হিসেবে মুগাবের জন্য মঞ্জুর করা হয় ১০ মিলিয়ন ডলার। যদিও সরকার সে খবর অস্বীকার করেছিল।
বিডি প্রতিদিন/৩০ ডিসেম্বর, ২০১৭/ফারজানা