পাকিস্তানের রাওয়ালপিন্ডির লিয়াকত বাগে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার অন্যতম সন্দেহভাজন পরিকল্পনাকারী হাফিজ সাঈদের সভায় যোগ দিয়ে বিতর্কে মুখে পড়লেন দেশটিতে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ওয়ালিদ আবু আলি। এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। ইতিমধ্যে বিষয়টি নিয়ে ফিলিস্তিন প্রশাসনকে আপত্তির কথা জানিয়েছে ভারতীয় পরারাষ্ট্র মন্ত্রণালয়।
জি নিউজের খবর, ইসরায়েলের রাজধানী জেরুজালেমে স্থানান্তরিত করার সিদ্ধান্তে আপত্তি জানিয়ে শুক্রবার পাকিস্তানের রাওয়ালাপিন্ডিতে একটি মিছিল ও জনসভার করে নিষিদ্ধ সংগঠন জামাত-উদ-দাওয়ার প্রধান হাফিজ সাঈদ। সেই জনসভায় হাজির ছিলেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ওয়ালিদ আবু আলি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রভিশ কুমার বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। সেই সঙ্গে ফিলিস্তিনের প্রশাসনের সঙ্গেও কথা বলছি।
বিডি-প্রতিদিন/৩০ ডিসেম্বর, ২০১৭/মাহবুব