যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শনিবার সকালে অ্যারিজোনা এলাকার একটি হোটেলে বন্দুকধারীর গুলিতে দুই নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় হামলাকারী নিজেও আহত হয়েছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে ইউএসএ টুডের খবরে বলা হয়েছে, হোটেলের একটি ঘটনা তদন্ত করার সময় ওই গুলির ঘটনা ঘটে। এদিকে পুলিশ বলেছে, ক্রিস্টোফার ওলেগ নামের ওই বন্দুকধারীর উদ্দেশ্য স্পষ্ট নয়। তবে ঘটনাটি বিচ্ছিন্ন ঘটনা।
পাশাপাশি পুলিশ কর্মকর্তা রবার্ট প্লুমার সাংবাদিকদের বলেন, ‘আমি আপনাদের জানাতে চাই, এ ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই।’ অন্যদিকে, লেফটেন্যান্ট ড্যান ম্যাকগ্রাথ নামের এক কর্মকর্তা বলেন, ওই হোটেলে কী ঘটেছিল তা এখনও স্পষ্ট নয়।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। এছাড়া, হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে ইউএসএ টুডে।
বিডি প্রতিদিন/৩১ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ