মার্কিন যুক্তরাষ্ট্রের পথেই হাঁটলেন দেশটির বন্ধুরাষ্ট্র ইসরায়েল। ডোনাল্ড ট্রাম্পের পর এবার ইরানে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতি সমর্থন জানালেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর রয়টার্সের।
ফেসবুকে এক ভিডিও বার্তায় আন্দোলনকারীদের উদ্দেশে নেতানিয়াহু বলেছেন, "মহান স্বাধীনতার জন্য আপনারা যে আন্দোলন করছেন, তাতে আমি আপনাদের সাফল্য কামনা করছি। আপনাদের প্রতি আমার সমর্থন রয়েছে।"
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এক বার্তায় বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতি সমর্থন ঘোষণা করেছেন।
প্রসঙ্গত, সম্প্রতিক সময়ে ইরানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আন্দোলন চালিয়ে যাচ্ছে দেশটির সাধারণ জনগণ। তবে সেই আন্দোলনকে ওয়াশিংটন উসকে দিচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
বিডি-প্রতিদিন/০৩ জানুয়ারি, ২০১৭/মাহবুব