বর্তমান প্রযুক্তি নির্ভর যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ফেসবুক। অফিসের কাজ থেকে শুরু করে বন্ধুদের সাথে আড্ডা সবই চলে এই ফেসবুকের মাধ্যমে। আর সেই ফেসবুক মেসেঞ্জারে অশ্লীল চ্যাটের আমন্ত্রণে সাড়া না দেয়ায় এক তরুণীকে ধর্ষণের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে কলকাতার এক যুবকের বিরুদ্ধে।
জানা গেছে, ফেসবুকে এক তরুণীকে অশ্লীল ছবি পাঠিয়ে চ্যাটের প্রস্তাব দেন অভিযুক্ত যুবক। বিষয়টি ফেসবুকে পোস্ট করে সবাইকে জানানোর কথা বললে তরুণীকে ধর্ষণের হুমকি দেন যুবক। তাদের মধ্যকার আলোচনার ‘স্ক্রিনশর্ট’ সোমবার রাতে ওই তরুণী ফেসবুকে পোস্ট করে দেন। পরে মঙ্গলবার ওই তরুণী হুমকিদাতার সঙ্গে তার চ্যাটের ‘স্ক্রিনশর্ট’ পুলিশের কাছে জমা দিয়েছেন।
এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অভিযোগটি সাইবার ক্রাইম থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। তদন্ত চলছে। প্রাথমিকভাবে অভিযুক্তের আইপি অ্যাড্রেস (ইন্টারনেট প্রোটোকল) দিয়ে তাকে শনাক্ত করা হবে। সেই সঙ্গে ফেসবুক কর্তৃপক্ষের কাছে ওই অভিযুক্তের বিস্তারিত বিবরণ জানতে চাওয়া হবে, যাতে ওই প্রোফাইলটির বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করা যায়।
সূত্র: আনন্দবাজার
বিডি প্রতিদিন/০৪ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ