নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। বুধবার নাইজেরিয়ার সীমান্তবর্তী শহর গামবোরুতে এ আত্মঘাতী হামলার ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মসজিদে সকালের নামাজ চলাকালে একটি বোমা বিস্ফোরিত হয়। স্থানীয়রা সেখান থেকে হামলাকারীসহ ১২ জনের মরদেহ উদ্ধার করেন। বিস্ফোরণের ফলে মসজিদটি ধ্বংসস্তূপে পরিণত হয়।
এখনও কোনো সংগঠনের পক্ষ থেকে এ হামলার দায় স্বীকার করা হয়নি। তবে হামলার ধরণ ও স্থান বিবেচনার করলে জঙ্গি সংগঠন বোকো হারাম এ হামলা চালিয়ে থাকতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।
বিডি প্রতিদিন/ ০৪ জানুয়ারি, ২০১৮/ ই জাহান