ভারতের ম্যারোল এলাকায় একটি দালানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ জন নিহত ও কমপক্ষে সাতজন আহত হয়েছেন। বুধবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
আগুন নিয়ন্ত্রণে এসেছে উল্লেখ করে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে জানানো হয়েছে, এ ঘটনার মাত্র কয়েকদিন আগেই মুম্বাইয়ের কামালা মিলসে আরেকটি অগ্নিকাণ্ডে ১৪ জন নিহত হন।
বিডি প্রতিদিন/ ০৪ জানুয়ারি ২০১৮/ এনায়েত করিম