প্রায় দু’বছরেরও বেশি সময় পর দক্ষিণ কোরিয়ার সঙ্গে বৈঠকে বসতে রাজি হয়েছে উত্তর কোরিয়া। শীতকালীন অলিম্পিক এবং অন্যান্য বিষয়ে আলোচনার জন্য বৈঠকের আয়োজন করা হয়েছে।
দক্ষিণ কোরিয়া শুক্রবার জানায়, শীতকালীন অলিম্পিক এবং অন্যান্য চুক্তিগুলি নিয়ে আগামী সপ্তাহে সীমান্তের পানমুনজম গ্রামে দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে উত্তর কোরিয়া।
আগামী মাসে সিওলের পিয়ংচ্যাং শহরে হবে এই শীতকালীন অলিম্পিক। এই অলিম্পিকের জন্য দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া পিছিয়ে দেওয়ার ক্ষেত্রেও সমর্থন জানিয়েছে আমেরিকা।
বিডি প্রতিদিন/৫ জানুয়ারি, ২০১৮/ফারজানা