মিয়ানমারের কাচিন রাজ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় ভূমিধসে ছয়জন নিহত হয়েছেন। দেশটির তথ্য মন্ত্রণালয় শুক্রবার একথা জানিয়েছে। স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় খনি কোম্পানির উত্তোলনকৃত ৪৫ দশমিক ৭ মিটার উঁচু, ৬০ দশমিক ৯ মিটার দীর্ঘ আবর্জনার স্তুপ ধসে পড়ে। এতে আরো একজন আহত হয়েছে।
আহত ব্যক্তি পাকান্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দেশটির পাকান্ত অঞ্চলে খনি দুর্ঘটনা সাধারণ বিষয়ে দাঁড়িয়েছে এবং অধিকাংশ হতাহতের ঘটনা ভূমিধসের ফলে ঘটে থাকে।
বিডি প্রতিদিন/০৫ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম