ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
তাদের দাবি, ‘যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিলেও এই পবিত্র নগরীকে রক্ষায় ব্যর্থ হয়েছে হামাস।’ তাই তারা হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।
আইসের মুখপাত্র আবু কাসেম আল-মাক্কদিসি এই যুদ্ধের ঘোষণা দেন। এসময় তিনি আইএসের সহযোগীদের ফিলিস্তিনের গাজায় গিয়ে হামাসের সব স্থাপনায় হামলা চালানোর আহ্বান জানান।
বিডিপ্রতিদিন/ ০৬ জানুয়ারি, ২০১৮/ ই জাহান