মার্কিন নির্বাচনে রাশিয়ার যোগসাজশ নিয়ে তদন্ত করছেন রবার্ট মুয়েলার। এ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ও মেয়ে ইভানকার যোগসূত্র খুঁজে বের করার চেষ্টায় আছেন তিনি।
২০১৬ সালের জুনে রাশিয়ার আইনজীবী ও ট্রাম্পের ছেলের সঙ্গে সাক্ষাতের সময় হাজির ছিলেন এমন কারও সঙ্গে কথা সংক্ষিপ্ত সময়ের জন্য বলেছেন ইভানকা।
লস অ্যাঞ্জেলেস টাইমস জানিয়েছে, প্রেসিডেন্টের বড় মেয়ে ইভানকা নাতালিয়া ভেসেলনিটসকায়া ও রাশিয়া-আমেরিকান লবিস্ট রিনাত আখমেতশিনের সঙ্গে কথা বলেছেন। তারা ট্রাম্প টাওয়ারের ওই সাক্ষাৎ নিয়ে বেশ আশাবাদী ছিলেন। সূত্র : ওয়াশিংটন এক্সামাইনার
বিডি প্রতিদিন/৭ জানুয়ারি, ২০১৮/ফারজানা