ভোল বদল? নাকি নতুন বছরে নতুন রেজোলিউশন? কী বলবেন, ট্রাম্পের এই বক্তব্য শুনে? শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন- উত্তর কোরিয়ার কিম জং উনের সাথে ফোনে 'সম্পূর্ণভাবে' কথা বলতে রাজি। আর তাতেই উত্তর ও দক্ষিণ কোরিয়ার সাম্প্রতিক টানাপোড়েনে ইতি পড়বে বলে আশাবাদী বিভিন্ন মহল।
নতুন বছর শুরু হওয়ার সাথে সাথেই পিয়ংইয়ংয়ের উপর নরম মনোভাব দেখাতে শুরু করেছে ওয়াশিংটন। পিয়ংইয়ংয়ের পরমাণু এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধের উপর চাপ দিতে সিউলের সাথে কোরিয়া উপদ্বীপে যৌথভাবে সেনা মহড়ার উদ্যোগ নিয়েছিল ওয়াশিংটন। সেই মহড়ায় সাময়িক খামতি দেবে বলে জানিয়েছে তারা।
এরপরেই দক্ষিণের সাথে মতামত বিনিময় করবে বলে জানিয়ে দেয় উত্তর। তাতেই কিমের সাথে কথা বলার সম্ভাবনার কথা জানালেন ট্রাম্প।
মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিতে সাংবাদিকদের সাথে কথা প্রসঙ্গে ট্রাম্প বলেন, কোনও রকম পূর্বশর্ত ছাড়াই তিনি কিমের সাথে কথা বলতে রাজি। তাতে নাকি তার কোনও সমস্যা নেই।
জাতিসংঘের অধিবেশনে কিমকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প 'রকেট ম্যান' বলে কটাক্ষ করেছিলেন। যার উত্তরে কিমও ট্রাম্পকে 'মোটা বুড়ো' বলছিলেন।
বিডি প্রতিদিন/০৭ জানুয়ারি ২০১৮/আরাফাত