হন্ডুরাসের প্রেসিডেন্ট জুয়ান অর্লান্ডো হার্নান্ডেজ পুনরায় নির্বাচিত হওয়ায় শনিবার হাজার হাজার মানুষ প্রতিবাদ বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা হার্নান্ডেজের প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নভেম্বরের নির্বাচনে বিজয়ী হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি জানায়।
বিরোধী দলীয় জোটের সমর্থকরা হন্ডুরাসের দ্বিতীয় বৃহত্তম নগরী সান পেদ্রো সুলার বিভিন্ন সড়কে মিছিল করে। এ সময় তারা সালভাদোর নাসরাল্লাহকে বিজয়ী ঘোষণা করে এ মাসেই প্রেসিডেন্ট হিসেবে তাকে শপথ নেয়ার আহ্বান জানান।
হানান্ডেজ সম্পর্কে সাবেক টিভি উপস্থাপক নাসরাল্লাহ বলেন, দেশের জনগণ এই প্রতারণা মেনে নেবে না, যাতে করে স্বৈরশাসক ক্ষমতায় টিকে থাকতে না পারে।
মিছিলকারীরা ৪৯ বছর বয়সী হানান্ডেজের পদত্যাগের দাবিতে প্রায় দুই কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে। এসময় তারা 'কারচুপির নির্বাচন করে টিকে থাকা যাবে না', 'আর কোন রাজনৈতিক হত্যা নয়' এবং 'রাজবন্দিদের মুক্তি দাও'সহ বিভিন্ন স্লোগান লেখা ব্যানার নেড়ে তাদের ক্ষোভ প্রকাশ করে।
মিছিলকারীরা হার্নান্ডেজের সংবর্ধনা বয়কট ও সড়ক অবরোধসহ দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে।
বিডি প্রতিদিন/০৭ জানুয়ারি ২০১৮/আরাফাত