দুই অনুসারীকে ধর্ষণের দায়ে গুরমিত রাম রহিম সিংয়ের সাজা ঘোষণার পর আঁড়ালে চলে যান ভারতের কথিত এই ধর্মগুরুর ঘনিষ্ঠ সহযোগী ডা. মহিন্দর পাল সিং। ডেরায় মহেন্দ্র ইনসান নামে পরিচিত থাকা এই চিকিৎসক গত চার মাস ধরেই পলাতক ছিলেন। অবশেষে রবিবার তাকে গ্রেফতার করল বিশেষ তদন্তকারী দলের কর্মকর্তারা। ডেরার উচ্চপদস্থদের মধ্যে এই ডাক্তারও ছিলেন, তার যোগাযোগ রয়েছে আদিত্য ইনসানের (ডেরার মুখপাত্র) সঙ্গেও।
ভারতীয় গণমাধ্যমের খবর, রাম রহিমকে গ্রেফতার করার পর হরিয়ানার পঞ্চকুলা ও সিরসা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এসময় রাম রহিমের পালিত কন্যা হানিপ্রীত পঞ্চকুলা এলাকা আগুনে পুড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছিলেন বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনায় অভিযুক্ত মহিন্দর পাল সিংয়ের গ্রেফতারের পর স্পেশাল ইনভেস্টিগেটিভ টিমের প্রধান এসিপি মুকেশ মলহোত্রা জানিয়েছেন,"আমরা আশা করছি মহিন্দর পালকে জিজ্ঞাসাবাদ করে আদিত্য ইনসানসহ আরও দুই অভিযুক্তের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।"
ধর্ষক বাবার 'পালক কন্যা' হানিপ্রীতকে জিজ্ঞাসাবাদ করেই মহিন্দর পাল সিংয়ের খোঁজ পেয়েছে তদন্তকারীরা। রামরহিমের বিরুদ্ধে আদলাত সাজা ঘোষণা করার পর পরিকল্পনা করে পঞ্চকুলায় তাণ্ডব চালায় ডেরা অনুরাগীরা। আর এই পরিকল্পনায় হানিপ্রীতের সঙ্গেই ছিলেন ডেরার ডাক্তার মহেন্দ্র ইনসান। সিটের পক্ষ থেকে এই ডাক্তারকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকার পুরস্কারের কথাও ঘোষণা করা হয়েছিল। ৪ মাস ফেরার থাকার পর অবশেষে তদন্তকারীদের জালে এই 'মোস্ট ওয়ান্টেড'।
এদিকে, মহেন্দ্র ইনসান গ্রেফতারের পর ধারণা করা হচ্ছে, তার কাছ থেকে রাম রহিম ও হানিপ্রীতের অনেক খারাপ কর্মের দৃশ্য সামনে চলে আসবে। আর সেটা হলেও আরও বিপদ অপেক্ষা করছে তাদের জন্য।
বিডি-প্রতিদিন/০৮ জানুয়ারি, ২০১৮/মাহবুব