ভারতের মুম্বাইয়ে শিবসেনার এক সাবেক কর্পোরেটরকে (মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচিত প্রতিনিধি) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাতে বাড়ি ফেরার পথে অশোক সাবন্ত (৬২) নামে ওই শিবসেনার নেতার উপর চপার দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।
সোমবার মুম্বাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার রাত ১১ টার দিকে এক বন্ধুর সঙ্গে সাক্ষাৎ সেরে বাড়ি ঢোকার মুখেই তার ওপর ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে দুই অপরিচিত যুবক। তারা দুই জনই অশোকের বাড়ি ফেরার অপেক্ষায় ছিল। অশোকের উপর হামলা চালিয়েই দুর্বৃত্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। হামলার পরই তৎক্ষণাৎ অশোককে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত অশোক সাবন্তের স্ত্রী ছাড়াও এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। মুম্বাইয়ের শহরতলি কান্দিভলির সামন্ত নগরের দুই বারের মেয়াদে কর্পোরেটর নির্বাচিত হয়েছিলেন তিনি।
ঘটনায় তদন্তে নেমেছে সামন্ত নগর থানার পুলিশ। ঘটনাস্থলে কোন সিসিটিভি ছিল কি না তারও ভিডিও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ভারতীয় দন্ডবিধির ৩০২ ধারায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রের খবর, সম্প্রতি কেবল টিভি ব্যাবসায় নামে অশোক। এক বছর আগে তার কাছে রুপি চেয়ে হুমকি এসেছিল বলেও জানা গেছে। সেই ঘটনা এই খুনের সাথে জড়িত কি না তাও খতিয়ে দেখছে পুলিশ।
বিডি প্রতিদিন/৮ জানুয়ারি ২০১৮/হিমেল