চীনের সঙ্গে ভারতের সাথে উত্তেজনে বেড়েই চলেছে। দুই দেশই তাদের অবস্থানে অনড়। আর এরই মধ্যে চীনের সাথে সম্পর্ক আরও মজবুত করতে উদ্যত হল নেপাল সরকার। সড়কপথে চীনের সঙ্গে যুক্ত হতে সুড়ঙ্গ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে নেপাল।
সম্প্রতি চীনের সঙ্গে সুড়ঙ্গের মাধ্যমে যোগাযোগ শুরু করতে বিশেষ পরিকল্পনা করেছে নেপালের সড়ক মন্ত্রণালয়। এ ব্যাপারে মন্ত্রণালয়ের পক্ষ থেকেই সরকারকে আন্তর্জাতিক সীমান্তে সুড়ঙ্গ সড়ক তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে।
নেপালের সড়ক মন্ত্রকের দেওয়া প্রস্তাবে বলা হয়েছে, সড়কটি সীমান্ত শহর রাসুওয়াগাধি হয়ে রাজধানী কাঠমাণ্ডুর কাছাকাছি পৌঁছাবে। পরিকল্পনা অনুযায়ী কাঠমান্ডুর টোখা থেকে নুয়াকোট জেলার চাহারি পর্যন্ত সুড়ঙ্গ সড়কটি নির্মাণ করা হলে, কাঠমাণ্ডু থেকে সীমান্ত শহর রাসুওয়াগাধিতে অনেক কম সময়ে পৌঁছে যাওয়া যাবে।
এই সুড়ঙ্গ সড়কের দৈর্ঘ্য হবে ৪.২ কিলোমিটার। অন্যদিকে, রাসুওয়াগাধিমুখি পাসাং লামু হাইওয়েতে পৌঁছানোর জন্য আলাদা ৩৫ কিমি দীর্ঘ অ্যাকসেস রোড তৈরি করা হবে।
বিডি প্রতিদিন/০৮ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ