যুদ্ধবিধস্ত সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার কথা বলেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসন সেই মত কার্যকর করলে সিরিয়ায় হামলা চালাবে ইসরায়েল। এমনই জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বুধবার সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করেন। নেতানিয়াহু দাবি করেন, সোমবার ট্রাম্প তাকে টেলিফোনে এ সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। এছাড়া মঙ্গলবার, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসও নেতানিয়াহুকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা জানান।
ট্রাম্প সিরিয়ায় বিজয় দাবি করে সব সেনা প্রত্যাহারের কথা ঘোষণা করেন। তবে তার এ আকস্মিক ঘোষণায় মার্কিন কংগ্রেসম্যানরা বিস্মিত হয়েছেন। সিরিয়ায় বিজয়ের বিষয়েও তারা সন্দেহ প্রকাশ করেছেন।
তবে এই বিষয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী জানিয়েছেন যে মার্কিন সেনা প্রত্যাহারের পর সিরিয়ার ওপর হামলা জোরদার করবে তেল আবিব। তার কথায়, “আমরা সিরিয়ায় ইরানি সেনাদের প্রবেশাধিকার রুখে দেয়ার প্রচেষ্টা জোরদার করব। আমরা আমাদের প্রচেষ্টা কমিয়ে আনছি না বরং তা আরো বাড়াব।”
উল্লেখ্য, এর আগে সিরিয়ায় বহুবার ইসরাইল হামলা চালিয়েছে।