ক্রিমিয়া উপকূল থেকে গতমাসে আটক করা ইউক্রেনের নৌবাহিনীর তিনটি জাহাজ দ্রুত ফেরত দেয়ার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে আমেরিকা। পাশাপাশি দেশটি বলেছে, ইউক্রেনের নৌবাহিনীর সক্ষমতা বাড়ানোর জন্য আরো এক কোটি ডলার অর্থ সহায়তা দেবে ওয়াশিংটন।
শুক্রবার এ ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা আজভ সাগর ও কের্চ প্রণালীকে ইউক্রেনের জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রাখতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, ইউক্রেনের সার্বভৌমত্বের প্রতি রাশিয়াকে সম্মান দেখাতে হবে।
গত মাসে রাশিয়ার সেনারা ইউক্রেনের দুটি আর্টিলারি ভেসেল এবং একটি টাগ বোট আটক করেছিল। সেময় রুশ সেনারা অভিযোগ করে- ইউক্রেনের এসব নৌযান রাশিয়ার পানিসীমায় বেআইনিভাবে প্রবেশ করেছিল।
রুশ সেনারা আরো বলেছিল, ক্রিমিয়া উপকূলে প্রবেশের আগে ইউক্রেনের নৌযানগুলো কোনো রকমের বার্তা দেয় নি কিংবা বিপজ্জনকভাবে পানি সীমায় ঢুকে পড়ার পর থামার সংকেত দেয়া হলেও তারা তা মানে নি। জাহাজ আটকের ঘটনায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মারাত্মক উত্তেজনা দেখা দেয়।
বিডি প্রতিদিন/২২ ডিসেম্বর ২০১৮/আরাফাত