সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয জোর প্রদেশে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। জানা গেছে, নিহতদের মধ্যে আটজন শিশুও রয়েছে।
মানবাধিকার বিষয়ক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, মার্কিন জোটের জঙ্গিবিমান শুক্রবার ইউফ্রেটিস নদীর পূর্ব-তীরে অবস্থিত আল শাফা গ্রামে বোমা হামলা চালায়। এতে ওই ২৭ জন নিহত হন।
বিডি প্রতিদিন/এ মজুমদার