মোবাইলের টাওয়ারে উঠে পাকিস্তানের পতাকা হাতে নিয়ে দেশটির প্রধানমন্ত্রী হওয়ার আবেদন জানালো এক ব্যক্তি। তিনি মানসিক ভারসাম্যহীন বলে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। শনিবার সকালের ঘটনা। ইসলামাবাদের ব্লু এরিয়ার একটি মোবাইল টাওয়ারে দেশটির জাতীয় পতাকা হাতে নিয়ে উঠে যান মুহাম্মদ আব্বাস নামের ওই ব্যক্তি।
বিষয়টি নজরে পড়তেই সেখানে হাজির হয় সংবাদমাধ্যমের কর্মীরা। খবর পেয়ে হাজির হয় পুলিশও। কিন্তু সকলের অনুরোধ সত্ত্বেও নীচে নামতে অস্বীকার করেন আব্বাস। জানিয়ে দেন, দেনার দায়ে জর্জরিত পাকিস্তান। অর্থনীতি ভেঙে পড়ছে। সুযোগ পেলে এই বিপর্যয় থেকে দেশবাসীকে বের করে আনবেন তিনি। আগে সেই মতো প্রতিশ্রুতি দেওয়া হোক। ইমরান খানের সঙ্গে কথা বলিয়ে দিতে হবে বলেও বায়না ধরেন তিনি।
কোনো ভাবে বুঝিয়ে নীচে নামানো যায়নি আব্বাসকে। বাধ্য হয়ে শফত আলি নামের স্থানীয় এক মিমিক্রি আর্টিস্টকে ডেকে পাঠানো হয়। মাইকে ইমরান খানের গলা নকল করে কথা বলতে শুরু করেন তিনি। তাতেই কাজ হয়। পাঁচ মিনিটের মধ্যে টাওয়ার থেকে নেমে আসেন ওই ব্যক্তি। এখন দেশটির পুলিশি হেফাজতে রয়েছে ওই ব্যক্তি।
বিডি প্রতিদিন/এ মজুমদার