রাশিয়ার খনি এলাকায় পরিবেশ দূষণের কারণে তুষার নোংরা হয়ে গেছে। আর সে খবর ধামাচাপা দিতে তুষারে সাদা রঙ মাখাচ্ছে কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার দ্য মস্কো টাইমস এ খবর প্রকাশ করেছে।
স্থানীয় গণমাধ্যমের মঙ্গলবার একটি ভিডিও প্রকাশ করে। যার উদ্ধৃতি দিয়ে পরে বিভিন্ন সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে। সাইবেরিয়ার কয়লাখনি এলাকা কেমেরোভো এলাকায় তুষারের মধ্যে সাদা রঙ করা হয়েছে।
বুধবার শহরের প্রধান দিমিত্রি ইভানোভ এ বিষয়ে ক্ষমা চেয়ে বলেছেন, নববর্ষ কাটাতে উন্মুখ থাকা শহরবাসীদের আনন্দ মাটি হয়ে গেছে। আমি এ জন্য ক্ষমা চাচ্ছি।
বিডি প্রতিদিন/ফারজানা