আফগানিস্থানের হেরাত প্রদেশে আফগান সেনা ও তালেবান জঙ্গিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৮ তালেবান জঙ্গি নিহত হয়েছেন৷ এই সংঘর্ষে আরও ১৫ জন আহত হয়েছেন৷
আফগান সেনা কমান্ডার জিয়ারাত সাহ আবেদ রবিবার টোলো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, আফগানিস্তানের একটি সেনা চেকপোস্টে প্রথমে আক্রমণ করে তালেবান জঙ্গিরা৷ আর এতে করে সেনা-জঙ্গির গুলির সংঘর্ষ শুরু হয়৷ ওই আঞ্চলে গত কয়েকদিন ধরেই জঙ্গিরা সক্রিয় ছিল৷ তাদের আক্রমণে স্থানীয়রাও ভীত হয়ে পড়েছিল৷ এদিন সেনা-জঙ্গি সংঘর্ষে স্থানীয়দেরও ক্ষয়ক্ষতি হয়৷ সেনার গুলিতে নিহত হয় ৮ তালেবান জঙ্গি৷ আহত হয় আরও ১৫ জন৷
বিডি প্রতিদিন/এ মজুমদার